কোন এক বৃহস্পতিবার রাতে অবৈধ টাকায় কেনা ফ্ল্যাট দেখতে এসে লিফটের মধ্যে আটকা পড়ে দূর্নীতিবাজ কর্মকর্তা রবিউল করিম।
রাতে বাসায় না আসাতে তার স্ত্রী শাহ্ নাজ রবিউলের খোজে হাজির হয় শিলার বাসায় (রবিউলের গার্লফ্রেন্ড). শিলা সেই সময় তার বয়ফ্রেন্ড এর সাথে থাকাতে ঘটে আরেক কান্ড।
আটকে থাকা অবস্থা থেকে মুক্তি পেলে রবিউল ভাল মানুষ হয়ে যাবে বলে আল্লাহর কাছে মাফ চায়। লিফট থেকে বের হতে না হতে রবিউলের মোবাইল এ রেকর্ড করা কনফেশন চলে যায় সবার কাছে, হয়ে যায় আরেক ঝামেলা।